
দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামে।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, স্বামীর সাথে অভিমান করে তাকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিহত গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। ওই গৃহবধূ একই গ্রামের তার নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সাথে অভিমান করে রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে আফরিন আক্তার দিপুমনি তার প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। রাত সাড়ে আটটার দিকে সবার অজান্তে দিপুমনি তার স্বামীকে ভিডিও কলে রেখে শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
মৃত দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুস ছত্তার সরদারের সাথে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা দ্বিতীয় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তার মা ঢাকায় চলে যান।
বাবা-মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতেন। কয়েকদিন ধরে তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কোনো একটি বিষয় নিয়ে স্বামীর সাথে তার কথা কাটাকাটি চলছিল।
সানজানা