ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

যৌন হয়রানির দায়ে বেরোবি শিক্ষক বহিষ্কার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ৪ আগস্ট ২০২৫

যৌন হয়রানির দায়ে বেরোবি শিক্ষক বহিষ্কার

ছবি: জনকণ্ঠ

শিক্ষার্থীদের কয়েক দফা আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যামে আন্দোলনের হুমকির প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ রশীদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিসংখ্যান বিভাগের এক নারী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের ১১৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ড. রশীদুল ইসলামকে বরখাস্ত করা হয়। 

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮ অনুসারে বরখাস্তের আদেশটি রবিবার (৩ আগস্ট ২০২৫) রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদের স্বাক্ষরে জারি করা হয়।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে ঐ শিক্ষককে ক্লাস ও পরীক্ষা থেকে এক বছরের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেন এমন তথ্য জানাজানি হলে ঐ বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করে উপাচার্যের নিকট তার বহিস্কার দাবি করেন।

উপাচার্য শিক্ষার্থীদের নিকট বেশ কয়েকবার সময় নিয়েও ব্যবস্থা না নেয়ায় গত পরশু দিন থেকে শিক্ষার্থীরা আন্দোলনের হুমকি দিতে থাকেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঐ শিক্ষককে বহিস্কারের খবর জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো শওকত আলী বলেন,আমরা একটা রিপোর্ট প্রকাশ করেছি। সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার করেছি। একই অভিযোগ, একই তদন্ত কমিটি, একটির রেজাল্ট সাময়িক বহিষ্কার অন্যজন এখনো বহাল এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা সামনের সিন্ডিকেট মিটিং-এ এটা তুলব। তারপর সিদ্ধান্ত নিব। কারণ এসব বিষয়ে আমরা জিরো টলারেন্স মেনে চলি। 

আবির

আরো পড়ুন  

×