ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ইন্দুরকানীতে বিস্ফোরক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইন্দুরকানী, পিরোজপুর        ‌    ‌

প্রকাশিত: ২০:৩৯, ৪ আগস্ট ২০২৫

ইন্দুরকানীতে বিস্ফোরক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পিরোজপুর জেলা কারাগারের সামনের সড়কে থাকা দোলা পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

এর আগে মিজান বৃহত্তর বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, ‘সোমবার সন্ধ্যায় পিরোজপুর সদর থানা পুলিশের সহায়তায় মিজানুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। ইন্দুরকানী থানার দুটি বিস্ফোরক মামলায় এবং ব্যারিস্টার সরোয়ার হোসেন এর গাড়ি ভাংচুরের মামলায় তিনি এজাহার নামীয় আসামি।’

স্থানীয়দের অভিযোগ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মিজানুর রহমান হাওলাদার আত্মগোপনে ছিলেন। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এর বিশ্বস্ত সহযোগী হিসেবে এলাকায় মিজান ছিলেন ব্যপক প্রভাবশালী। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করে ছিলেন। যার প্রেক্ষাপটে তার উপরে কয়েকবার হামলার ঘটনা ঘটে। এমনকি ৫ আগষ্টের পরে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নি সংযোগ করে। 

আবির

×