ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সিডনির হারবার ব্রিজে গাজা সংহতি মিছিল: বৃষ্টিতেও লাখো মানুষের পদচারণা

প্রকাশিত: ২০:৩৪, ৪ আগস্ট ২০২৫

সিডনির হারবার ব্রিজে গাজা সংহতি মিছিল: বৃষ্টিতেও লাখো মানুষের পদচারণা

রোববার অস্ট্রেলিয়ার সিডনির কেন্দ্রে অবস্থিত আইকনিক হারবার ব্রিজজুড়ে গাজা সংহতিতে অনুষ্ঠিত হলো এক বিশাল বিক্ষোভ সমাবেশ। প্রবল বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়াকে উপেক্ষা করেই লাখো মানুষ অংশ নেন এই মিছিলে। মুখে ছিল ফিলিস্তিনের পক্ষে স্লোগান, আর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ছিল তীব্র প্রতিবাদ।

আয়োজকদের দাবি অনুযায়ী, সমাবেশে অংশ নিয়েছে প্রায় তিন লাখ মানুষ। তবে পুলিশের হিসাব বলছে, সংখ্যা এক লাখের কিছু বেশি। তবুও এটি ইতিহাসের অন্যতম বৃহৎ গাজা-পক্ষীয় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

সমাবেশে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন সিনেটরও। তারা সবাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তোলেন।

বিক্ষোভকারীরা বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিশুদের হত্যা। গাজায় যা হচ্ছে, তা পুরো বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক।” একজন প্রতিবাদকারী বলেন, “আমার নিজের স্বাস্থ্যগত সমস্যা থাকলেও আমি এখানে এসেছি। কারণ অস্ট্রেলিয়ায় চিকিৎসা পাওয়ার সুযোগ আছে, কিন্তু ফিলিস্তিনিদের নেই। তাদের হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে।”

বিক্ষোভে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান অংশগ্রহণকারীরা।

বিক্ষোভকারীদের স্লোগানে “ফিলিস্তিন! ফিলিস্তিন!” ধ্বনিতে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই ব্রিজে সেদিন সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।

এই মহাসমাবেশে বিশ্ববাসীর প্রতি একটি বার্তা পরিষ্কার হয়ে উঠে গাজার নির্যাতিত জনগণের পক্ষে এখন আরও জোরালোভাবে একত্রিত হচ্ছে বিশ্বজনমত।

Jahan

×