ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ ব্যাংক ঘুরে দাঁড়াতে পারলে আরও এগিয়ে যাবো: অর্থ উপদেষ্টা 

অর্থনৈ‌তিক রি‌পোর্টার

প্রকাশিত: ১৮:৫৫, ৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংক ঘুরে দাঁড়াতে পারলে আরও এগিয়ে যাবো: অর্থ উপদেষ্টা 

ছবি: জনকণ্ঠ

আর্থিক খাতের অনিয়ম যেন শেষ নেই। আমরা এই অনিয়ম থেকে বের হতে চাই। তবে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ ব্যাংক ঘুরে দাঁড়াতে পারলে আরও এগিয়ে যাব।

বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘জুলাই অভ্যুত্থান দিবস’ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যাংকটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জুলাইয়ের মুহূর্ত ছিল একটি কঠিন সময়। একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা এ বিজয় অর্জন করেছি। জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ছাত্ররা জীবন বাজি রেখে এই আন্দোলন করেছে। তাদের আত্মত্যাগ ভোলার নয়।

সাবেক এই গভর্নর বলেন, যৌক্তিক সংস্কারের জন্য আরও সময় লাগবে। আমাদের ব্যর্থতাও রয়েছে। তবে আমরা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ কারণে আপনাদের টিমওয়ার্ক, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন। তাহলে শুধু বাংলাদেশ ব্যাংক নয়, পুরো আর্থিক খাতেই পরিবর্তন আসবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ’৫২ ও ’৬৯-এর চেতনায় স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা মাঠে ছিল। তবে এই আন্দোলনে বুদ্ধিজীবীরা পাশে ছিল না—এটি আমাদের ব্যর্থতা। আমরা চাই, এবার শহীদদের স্মৃতি মাথায় রেখে আর্থিক খাতকে এগিয়ে নিতে। মূল্যস্ফীতিকে আমরা ৩–৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর্থিক খাতের মৌলিক ভিত্তি গড়ে তুলতে চাই। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন বাস্তবায়ন করা গেলে আমাদের আর্থিক খাতের চিত্র পাল্টে যাবে। আমরা হয়তো থাকব না, কিন্তু কিছু পরিবর্তন করে যেতে চাই।

বাংলাদেশ ব্যাংকের মধ্যে শক্তিশালী পরিবর্তন জরুরি। এর জন্য আপনাদের সমর্থন প্রয়োজন। শহীদদের ত্যাগ আমরা ব্যর্থ হতে দেব না, বিশেষ করে আমাদের ব্যাংক খাতে। যে ভাবেই হোক, যে আইনেই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

জুলাই আন্দোলনের শহীদদের পরিবার জানিয়েছে, জুলাইয়ের শহীদদের চেতনাকে কাজে লাগিয়ে অর্থপাচারকারীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। শহীদেরা আমাদের যে সাহস ও সততার পথ দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করলে দেশে আর দুর্নীতি থাকবে না।

সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন পরিচালনা না করার আহ্বান জানানো হয়।

আবির

×