ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

প্রকাশিত: ১৬:৪৫, ৪ আগস্ট ২০২৫

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

ছবি: সংগৃহীত

নিরাপত্তা জোরদারে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, তাদের সহকারী, বিচারপ্রার্থী সাধারণ মানুষ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখা আবশ্যক।

নিরাপত্তার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট অথবা অফিসিয়াল আইডি দেখাতে হবে বলেও উল্লেখ করা হয় সার্কুলারে।

আসিফ

×