ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নীরব ঘাতক ফুসফুস ক্যানসার, প্রাথমিক লক্ষণ কী কী?

প্রকাশিত: ১৮:০২, ৪ আগস্ট ২০২৫

নীরব ঘাতক ফুসফুস ক্যানসার, প্রাথমিক লক্ষণ কী কী?

দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছিলেন রহিমা খাতুন। মাঝে মাঝে বুকে হালকা ব্যথা, শরীর দুর্বল হয়ে পড়া—এসব যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল। কিন্তু সংসারের দায়িত্ব, স্বামী আর দুই সন্তান নিয়ে জীবনের চাকা ঘোরাতে গিয়ে নিজের শরীরের এই ছোটখাটো সমস্যাগুলোকে পাত্তাই দিচ্ছিলেন না তিনি।

তবে সেই ছোট ছোট সমস্যাগুলোর মাঝেই লুকিয়ে ছিল এক ভয়ংকর বাস্তবতা। হঠাৎ একদিন শারীরিক জটিলতা বাড়লে করানো হয় সিটি স্ক্যান। আর তাতেই ধরা পড়ে—রহিমা খাতুন ফুসফুস ক্যানসারে আক্রান্ত, তাও শেষ পর্যায়ে। রোগ ইতোমধ্যেই শরীরের ভেতর অনেক দূর ছড়িয়ে পড়েছে।

এই ধরনের ঘটনা আমাদের আশেপাশেই অহরহ ঘটছে। কারণ, ফুসফুস ক্যানসারকে ‘নীরব ঘাতক’ বলা হয়—এর লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে এতটাই সাধারণ যে অনেকেই গুরুত্ব দেন না। তাই সময় থাকতে জেনে রাখা জরুরি, ফুসফুস ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণ কী কী:

১. দীর্ঘস্থায়ী কাশি

৩ সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি চলতে থাকলে, এবং সাধারণ ওষুধে উপশম না হলে সতর্ক হওয়া দরকার। শুকনো কাশি কিংবা কফযুক্ত—যেকোনোটাই হতে পারে।

২. শ্বাস নিতে কষ্ট হওয়া

স্বাভাবিক কাজেও যদি নিঃশ্বাসে কষ্ট হয়, তাহলে তা ফুসফুস ক্যানসারের ইঙ্গিত হতে পারে। ফুসফুসে ক্যানসার হলে শ্বাসনালী সংকুচিত হয়ে যায় কিংবা তরল জমে, ফলে শ্বাসকষ্ট দেখা দেয়।

৩. কাশির সঙ্গে রক্ত আসা

কাশির সময় যদি রক্ত দেখা যায়, সেটিকে কখনোই হালকাভাবে নেবেন না। এটি ফুসফুস ক্যানসারের একটি গুরুতর লক্ষণ এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন।

৪. বুকে ব্যথা বা চাপ অনুভব

ফুসফুসের আশপাশের স্নায়ু ও টিস্যুতে ক্যানসারের প্রভাব পড়লে বুকে চাপ লাগতে পারে, ব্যথা হতে পারে। এই ব্যথা অনেক সময় পেছনে বা কাঁধে ছড়িয়ে পড়তে পারে।

৫. অপ্রত্যাশিতভাবে ওজন কমে যাওয়া

ডায়েট না করেও যদি হঠাৎ করে ওজন কমে যেতে থাকে, বা খিদে একেবারে কমে যায়, তাহলে তা ফুসফুস ক্যানসারের পূর্বাভাস হতে পারে।

৬. কণ্ঠস্বর বদলে যাওয়া

ভয়েস কর্ডে বা তার আশেপাশের স্নায়ুতে চাপ পড়লে গলার স্বর পরিবর্তিত হতে পারে। কণ্ঠস্বর কর্কশ বা ভারী হয়ে যাওয়াও এক ধরনের লক্ষণ।

৭. সবসময় দুর্বল লাগা

সারা দিন কিছু না করেও যদি ক্লান্ত লাগতে থাকে, শরীর একদম অবসন্ন মনে হয়, তাহলে এটিও ফুসফুস ক্যানসারের একটি সংকেত হতে পারে।

এই লক্ষণগুলোর যেকোনো একটি যদি আপনার বা প্রিয়জনের মধ্যে দেখা দেয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে চিকিৎসা অনেকটাই সহজ হয়, এবং জীবন রক্ষা সম্ভব।
 

সজিব

×