ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

হেলমেট পরলে কি চুল পড়ে যায়?

প্রকাশিত: ১২:৪১, ৪ আগস্ট ২০২৫

হেলমেট পরলে কি চুল পড়ে যায়?

মোটরবাইক চালানোর সময় নিজের নিরাপত্তার জন্য হেলমেট পরা অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই হেলমেট পরতে অনীহা দেখান, কারণ তাঁদের ধারণা—হেলমেটে চুল পড়ে যায়। কথাটি পুরোপুরি ভুল না হলেও চুল পড়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ কাজ করে।

দীর্ঘ সময় হেলমেট পরে থাকলে মাথায় ঘাম হয় এবং তাপমাত্রা বাড়ে। এই অতিরিক্ত গরম ও আর্দ্রতা মাথার ত্বকে সংক্রমণ ঘটাতে পারে, যার ফলে চুল পড়ার সমস্যা দেখা দেয়। তবে এই কারণে হেলমেট না পরা একদমই ঠিক নয়। কারণ, জীবনের নিরাপত্তা চুলের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে কিছু নিয়ম মেনে চললে হেলমেট পরেও চুলের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব।

হেলমেট পরেও কীভাবে চুল সুস্থ রাখবেন, সে সম্বন্ধে চারটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে।

পাতলা স্কার্ফ ব্যবহার করুন:
হেলমেট পরার আগে মাথায় নরম, পাতলা একটি স্কার্ফ জড়িয়ে নিন। এতে ঘাম ও তাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকবে। তবে খেয়াল রাখবেন, স্কার্ফ যেন খুব টাইট না হয়। এবং সপ্তাহে অন্তত দুইবার এটি ধুয়ে নেবেন, না হলে ময়লা স্কার্ফ থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

নিজের হেলমেট নিজেই ব্যবহার করুন:
একে অপরের হেলমেট ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ, ত্বকের ধরন আলাদা এবং সংক্রমণ একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়তে পারে। স্কার্ফও ভাগাভাগি করবেন না। যদি মাথায় কোনো সংক্রমণ থাকে, তাহলে সেরে ওঠা পর্যন্ত হেলমেট ব্যবহার না করাই ভালো।

আদার রস ব্যবহার করুন:
চার চামচ আদার রস তুলোর বল দিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম দুই সপ্তাহে সপ্তাহে দুবার এবং পরে সপ্তাহে একবার এটি ব্যবহার করুন। এতে চুল পড়া কমে যেতে পারে।

টক দই ও অ্যালোভেরার হেয়ার প্যাক:
এক চামচ টক দইয়ের সঙ্গে দুই চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যারা প্রতিদিন হেলমেট ব্যবহার করেন, তারা সপ্তাহে অন্তত একবার এই প্যাক ব্যবহার করলে ভালো ফল পাবেন।

সজিব

×