ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সাধারণ সর্দি-কাশি নাকি নিউমোনিয়া, বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১১:৩৬, ৪ আগস্ট ২০২৫

সাধারণ সর্দি-কাশি নাকি নিউমোনিয়া, বুঝবেন যেভাবে

বর্তমানে আবহাওয়ার আচরণ যেন একেবারেই অনিশ্চিত—কখনো বৃষ্টি, কখনো তীব্র রোদ। এর প্রভাব পড়ছে শরীরেও। বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ। তবে শুধু সাধারণ ঠান্ডা লাগা নয়, এই সময় অনেকেই আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া বা টাইফয়েডের মতো গুরুতর সংক্রমণে।

নিউমোনিয়া সাধারণত স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামের এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। এর উপসর্গ অনেকটাই সাধারণ সর্দি-কাশির মতো হওয়ায় অনেকেই বিভ্রান্ত হন। ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতেও দেরি হয়ে যায়।

নিউমোনিয়ার সাধারণ লক্ষণ:

জ্বর ও কাশি:
নিউমোনিয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হলো জ্বরের সঙ্গে প্রবল কাশি। বিশেষ করে শুষ্ক কাশি যা অনেকক্ষণ থেমে থেমে চলতে থাকে। জ্বর ও কাশি একসঙ্গে ও দীর্ঘস্থায়ী হলে সতর্ক হওয়া জরুরি।

শ্বাস নিতে কষ্ট:
নিউমোনিয়ার কারণে ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়, যার ফলে শ্বাস নিতে সমস্যা হতে পারে। যদি বুকের মধ্যে ব্যথা বা চাপ অনুভূত হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ক্ষুধামান্দ্য ও দুর্বলতা:
নিউমোনিয়ায় আক্রান্ত হলে খাওয়ার ইচ্ছা কমে যায়। বমি ভাব, ক্লান্তি ও ঘুম ঘুম ভাব লেগে থাকতে পারে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই লক্ষণগুলো আরও স্পষ্ট হয়।

কারা বেশি ঝুঁকিতে?

নিউমোনিয়া সাধারণত বেশি আক্রমণ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। যেমন:

* শিশু ও বৃদ্ধ
* ডায়াবেটিস, কিডনির সমস্যা, আর্থ্রাইটিসসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা
* যাদের কো-মরবিডিটি রয়েছে

এই সব ব্যক্তিদের ক্ষেত্রে নিউমোনিয়ার সংক্রমণ জটিল রূপ নিতে পারে। তাই প্রাথমিক উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসা নেওয়া উচিত।

সজিব

×