
ছবি: সংগৃহীত।
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও অবরোধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন।
রবিবার রাতে ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেলের প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তেল আবিব, আশকেলন এবং হাইফা বন্দরে তিনটি পৃথক ড্রোন হামলা চালানো হয়েছে।
এই হামলাগুলো ‘গাজায় নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের’ প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানান সারি। তিনি আরও বলেন, ইসরায়েলি বাহিনীর ‘অপরাধ এবং গাজাবাসীর বিরুদ্ধে চালানো অনাহারের নীতির’ জবাবে এই আঘাত হানা হয়েছে।
ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে রোববার আল-আকসা মসজিদে ইহুদি বসতকারীদের প্রবেশের ঘটনাকেও এই ড্রোন হামলার প্রতিক্রিয়ার একটি কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
সারি সতর্ক করে বলেন, “গাজায় চলমান গণহত্যা নিয়ে নীরবতা পুরো মুসলিম উম্মাহর জন্য কলঙ্ক। এর ভয়াবহ পরিণতি পশ্চিম এশিয়ার প্রতিটি দেশের ওপর শীঘ্রই এসে পড়বে।”
তিনি জানান, যতদিন না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততদিন ইয়েমেনের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত কয়েক মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বারবার ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে।
সূত্র: ইরনা।
মিরাজ খান