ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

এবার বুলেটপ্রুফ কাঠ উদ্ভাবন, যেভাবে তৈরি হলো এই ‘সুপারউড’

প্রকাশিত: ১৩:৩৩, ৪ আগস্ট ২০২৫

এবার বুলেটপ্রুফ কাঠ উদ্ভাবন, যেভাবে তৈরি হলো এই ‘সুপারউড’

ছবি: সংগৃহীত

ঘরের দেয়াল কি কখনও বুলেট প্রতিরোধ করতে পারবে? যদি সেটি ‘সুপারউড’ দিয়ে তৈরি হয়, তাহলে সম্ভব। যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী প্রতিষ্ঠান ইনভেন্টউড দাবি করছে, তারা এমন এক ধরনের কাঠ তৈরি করেছে, যা স্টিলের চেয়েও শক্তিশালী—এবং যা বুলেট প্রতিরোধ করতে সক্ষম।

বুলেট ঠেকিয়ে দিলো সুপারউড

ইনভেন্টউডের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অ্যালেক্স লাও জানান, তাদের তৈরি ‘সুপারউড’ পরীক্ষাগারে বুলেটের মতো গতি সম্পন্ন প্রজেকটাইল দিয়ে পরীক্ষিত হয়েছে। যেখানে সাধারণ কাঠ অনায়াসে ফুটো হয়ে গেছে, সেখানে সুপারউড কোনোভাবেই ভেদ করা সম্ভব হয়নি।

যুদ্ধক্ষেত্রের আশ্রয়স্থল বা সামরিক নির্মাণে এই কাঠ ব্যবহার করা যেতে পারে বলে ধারণা লাও-এর। তবে মজা করে বলেন, ‘এখনও আমরা এই কাঠের ওপর বোমা ফেলিনি!’

জলবায়ু সংকটে কাঠের নতুন ভূমিকা

বৈশ্বিক উষ্ণায়ন এবং নির্মাণখাতে কার্বন নিঃসরণ কমাতে কাঠ এখন বিকল্প উপাদান হিসেবে গুরুত্ব পাচ্ছে। কাঠের মাধ্যমে দীর্ঘমেয়াদে কার্বন ধরে রাখা সম্ভব হওয়ায় এটি পরিবেশবান্ধব বিকল্প।

তবে প্রাকৃতিক কাঠ সবক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী নয় এবং সহজে পচন ধরতে পারে, বিশেষ করে আদ্রতায় বা পোকামাকড়ের আক্রমণে। তাই কাঠকে কৃত্রিমভাবে আরও শক্তিশালী করার গবেষণা চলছে বিভিন্ন দেশে।

কীভাবে তৈরি হয় সুপারউড?

সাধারণ কাঠ থেকে লিগনিন নামের এক উপাদান রাসায়নিকভাবে অপসারণ করে কাঠটিকে বিশেষ প্রক্রিয়ায় ৮০ শতাংশ পর্যন্ত সংকুচিত করা হয়। এতে কাঠের অভ্যন্তরে হাইড্রোজেন বন্ডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে কাঠটি হয় অতিশক্তিশালী এবং পাতলা।

লাও জানান, ‘এটি এমনভাবে চাপ দেওয়া হয় যেন কাঠের ভেতরের বাতাস ও খুঁতগুলো বেরিয়ে যায়। ফলে কাঠের মূল গঠন হয় নিরেট এবং অধিক শক্তিশালী।’

উল্লেখযোগ্য বিষয় হলো, এই সুপারউডে প্রাকৃতিক কাঠের ফাইবারগুলো বজায় থাকে, ফলে এটি দেখতে সুন্দর এবং শক্তিশালীও।

একই কাঠ, বহু সম্ভাবনা

শুরুতে পপলার গাছ থেকে কাঠ নেওয়া হলেও ভবিষ্যতে বাঁশ থেকেও সুপারউড তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন লাও। ‘বাঁশ মাত্র তিন-চার বছরের মধ্যেই ব্যবহারযোগ্য হয়ে ওঠে, ফলে এটি দ্রুত বর্ধনশীল ও পরিবেশবান্ধব,’ বলেন তিনি।

ইতিমধ্যেই বাজারে বিভিন্ন ধরনের ‘ইঞ্জিনিয়ারড উড’ রয়েছে—যেমন গ্লুল্যাম (glulam), যেখানে একমুখী দানা বিশিষ্ট কাঠের স্তরগুলো আঠা দিয়ে জোড়া দেওয়া হয়। আবার ক্রস-ল্যামিনেটেড টিম্বার (CLT) এমন এক কাঠ, যেখানে কাঠের স্তরগুলোকে বিভিন্ন দিকের দানা রেখে স্তরে স্তরে সাজানো হয়, যা দেয়াল ও মেঝের জন্য আদর্শ।

সুপারউড এই কাঠগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে না চাইলেও, সেগুলোর উপরিভাগে শক্তিশালী ও দৃষ্টিনন্দন ফিনিশিং লেয়ার হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

সতর্কতা ও ভবিষ্যৎ সম্ভাবনা

বাংগোর ইউনিভার্সিটির গবেষক ড. মরওয়েনা স্পিয়ার বলেন, ‘এই প্রযুক্তি সম্ভাবনাময়। তবে বহির্ভাগে ব্যবহৃত কাঠকে ভেজা ও শুকনা আবহাওয়ার ঘন চক্রের সঙ্গে মানিয়ে চলতে হবে। এজন্য আরও কিছু তথ্য প্রয়োজন।’

অস্ট্রেলিয়ার ৩আরটি এবং জার্মানির পোলমেয়ারসহ আরও প্রতিষ্ঠান কাঠের বিকল্প রূপ তৈরির ওপর কাজ করছে। এসব কাঠ আসবাবপত্র থেকে শুরু করে সিঁড়ির তক্তা পর্যন্ত নানাভাবে ব্যবহৃত হচ্ছে।

ড. স্পিয়ার বলেন, ‘এত কাঠের বিকল্প আসায় স্থপতি ও ডিজাইনারদের কাছে এখন কাঠ ব্যবহারের বহু রকম সুযোগ তৈরি হয়েছে।’

তবে চ্যালেঞ্জ এখনো আছে। ইউনিভার্সিটি অব কেমব্রিজের অধ্যাপক মাইকেল র্যামেজ বলেন, ‘কাঠ দিয়ে তৈরি ভবনের মর্টগেজ বা ইন্স্যুরেন্স কি একই দামে পাওয়া যাবে, যেমনটি কংক্রিটের ক্ষেত্রে হয়?’ তিনি কাঠের প্রসারের পক্ষে থাকলেও স্বীকার করেন, ভিত্তি হিসেবে এখনও কংক্রিট অপরিহার্য।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলের পর কাঠ দিয়ে বাড়ি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠলেও লাও দাবি করেন, সুপারউড আগুন প্রতিরোধে সক্ষম। এমনকি পোকামাকড়ের আক্রমণেও এর কাঠ ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে তিনি স্বীকার করেন, এটি প্রাকৃতিক কাঠের তুলনায় কিছুটা শক্ত, ফলে কাটার জন্য বিশেষ ব্লেড দরকার হয়।

পুরনো কাঠের পুনর্ব্যবহারও জরুরি

ড. স্পিয়ার মনে করিয়ে দেন, পুরনো কাঠ পুনরায় ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে গবেষকরা দেখিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত ভবনের কাঠ ব্যবহার করে CLT প্যানেল তৈরি করা সম্ভব।

বাসাবাড়িতেও আজকাল অনেক আসবাবপত্র, যেমন পার্টিকেল বোর্ড পুনর্ব্যবহৃত কাঠ থেকেই তৈরি হয়। ‘আমরা অনেকেই তা না জেনেই এমন কাঠের ব্যবহার করছি,’ বলেন ড. স্পিয়ার।

 

সূত্র: বিবিসি।

রাকিব

আরো পড়ুন  

×