
আইফোনের জন্য নতুন নিরাপত্তা হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত আইওএস ১৮.৬ সংস্করণে ২৯টি নিরাপত্তা ত্রুটি মিলে যা সংশোধন করা হয়েছে বলে জানা যায়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের এখনই এই আপডেট ইনস্টল করা উচিত, না হলে তাদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে ঝুঁকিতে পড়তে পারে।
অ্যাপলের সাপোর্ট পেজ অনুযায়ী, এই ত্রুটিগুলোর মধ্যে কিছু এমন, যা ক্ষতিকর ওয়েবসাইটের মাধ্যমে আপনার তথ্য চুরি করতে পারে অথবা কিছু অ্যাপ আপনার অনুমতি ছাড়া ডেটা অ্যাক্সেস করতে পারে।
ডিভাইস আপডেট রাখা সাইবার হামলা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি।
অ্যাপল এখনো বিস্তারিতভাবে জানায়নি কোন কোন ত্রুটি সংশোধন করা হয়েছে। এটি সাধারণত করা হয় যাতে হ্যাকাররা সুযোগ নেওয়ার আগে ব্যবহারকারীরা আপডেট করে ফেলতে পারেন।
তবে অ্যাপল জানিয়েছে, বেশিরভাগ সমস্যাই ওয়েবকিট-এর সঙ্গে সম্পর্কিত-এটি সেই টুলসেট যা সাফারি ব্রাউজারে ওয়েব কনটেন্ট দেখায়। এই ওয়েবকিটে এমন কিছু ত্রুটি ছিল, যা দিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি করতে পারত বা ডিভাইসকে অকার্যকর করে ফেলতে পারত।
অ্যাপলের তথ্যমতে, সংশোধিত ত্রুটিগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর একটি হচ্ছে সিভিই–২০২৫–৪৩২২। এর মাধ্যমে কোনো ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য চুরি করতে পারবে।
এছাড়া আইফোনের কোরঅডিও ও কোরমিডিয়া ফ্রেমওয়ার্কেও একাধিক ত্রুটি পাওয়া গেছে।
সানজানা