ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

চ্যাটজিপিটির সঙ্গে গোপন কথোপকথনের তথ্য ফাঁস, আপনি সুরক্ষিত কিনা বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১৪:৩২, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৩৩, ৪ আগস্ট ২০২৫

চ্যাটজিপিটির সঙ্গে গোপন কথোপকথনের তথ্য ফাঁস, আপনি সুরক্ষিত কিনা বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

হাজার হাজার ব্যক্তিগত চ্যাটজিপিটি (ChatGPT) কথোপকথনের তথ্য হঠাৎ করেই অনলাইনে ফাঁস হয়ে গেছে। মানসিক স্বাস্থ্য, নির্যাতন, নেশাসক্তি ও চাকরি নিয়ে হতাশার মতো স্পর্শকাতর বিষয়ে করা ব্যক্তিগত আলোচনা এক ক্লিকেই দেখা যাচ্ছিল গুগলে। এ ঘটনায় ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে মারাত্মক উদ্বেগ তৈরি হয়েছে।

কীভাবে ফাঁস হলো এই চ্যাটগুলো?

চ্যাটজিপিটির একটি ‘শেয়ার’ (Share) ফিচার রয়েছে, যা দিয়ে যেকোনো কথোপকথনের একটি পাবলিক লিংক তৈরি করা যায়। সেই লিংক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো মেসেজিং প্ল্যাটফর্মে শেয়ার করা যায়। কিন্তু সমস্যা দেখা দেয় ‘Make this chat discoverable’ নামে একটি অপশন নিয়ে, যা সক্রিয় থাকলে গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলো ওই চ্যাটের লিংক ইনডেক্স করে ফেলে এবং এগুলো সার্চ রেজাল্টে দেখা যায়।

৪,৫০০-এর বেশি লিংক গুগলে ইনডেক্সড

‘Fast Company’ প্রথম এ তথ্য প্রকাশ করে। গুগলে site:chatgpt.com/share দিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছিল হাজার হাজার শেয়ারকৃত চ্যাটের লিংক। এদের অনেকগুলোই সাধারণ হলেও কিছু চ্যাটে স্পষ্টভাবে ব্যক্তিগত বিষয় উঠে এসেছে—যেমন যৌনজীবন, মানসিক স্বাস্থ্য সমস্যা, কর্মক্ষেত্রের টানাপড়েন ইত্যাদি।

ব্যবহারকারীরা বুঝে কিংবা না বুঝেই অনুমতি দিয়েছেন

এই ফাঁস হওয়া চ্যাটগুলো তখনই প্রকাশ্য হয়েছে, যখন ব্যবহারকারীরা শেয়ার করার সময় ‘discoverable’ অপশনটি চালু রেখেছিলেন—অনেকেই হয়তো না বুঝেই। একবার লিংক শেয়ার হয়ে গেলে, তা যেকোনো ব্যক্তি দেখতে পারতেন এবং চ্যাটটিও চালিয়ে যেতে পারতেন। এমনকি ব্যবহারকারী পরবর্তীতে লিংকটি ডিলিট করলেও ক্যাশড (cached) ভার্সন ইন্টারনেটে থেকে যেতে পারে।

ওপেনএআই-এর প্রতিক্রিয়া

চ্যাটজিপিটি নির্মাতা OpenAI এ ঘটনার পর ‘discoverable’ অপশনটি ‘Share’ উইন্ডো থেকে সরিয়ে দিয়েছে। এক কর্মচারী একে ‘স্বল্প সময়ের একটি পরীক্ষা’ বলে ব্যাখ্যা করেন, যা ব্যবহারকারীদের অজান্তে তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করছিল। OpenAI-এর হালনাগাদ ‘FAQ’ বিভাগে এখন পরিষ্কার বলা হয়েছে, কোনো চ্যাট তখনই সার্বজনীন হবে, যদি ব্যবহারকারী নিজে থেকে ‘discoverable’ অপশনটি চালু করেন।

আপনি কীভাবে বুঝবেন আপনার চ্যাট ফাঁস হয়েছে?

যদি আপনি কখনো চ্যাটজিপিটি কথোপকথন শেয়ার করে থাকেন, তাহলে তা মুছে ফেলার সুযোগ রয়েছে। করণীয়:

১. ChatGPT অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে Settings-এ যান

২. সেখানে Data Controls-এ ক্লিক করুন

৩. ‘Shared Links’ অপশনে Manage বাটনে চাপ দিন

এখানে আপনি আপনার শেয়ার করা সব চ্যাট দেখতে ও মুছে ফেলতে পারবেন।

আইনি গোপনীয়তা নেই AI চ্যাটে

ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, AI চ্যাটে কোনো আইনি গোপনীয়তা নেই। এ ধরনের কথোপকথন আদালতে ব্যবহৃত হতে পারে, কারণ AI চ্যাটিংয়ের গোপনীয়তা নিয়ে এখনো কোনো নির্দিষ্ট আইন বা নীতিমালা নেই।

ব্যক্তিগত অনুভব বা স্পর্শকাতর তথ্য AI-এর সঙ্গে শেয়ার করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি। চ্যাটজিপিটির মতো শক্তিশালী টুল ব্যবহারে সচেতন না হলে আপনার ব্যক্তিগত গোপনীয়তা এক ক্লিকে বিশ্বব্যাপী পৌঁছে যেতে পারে।

 

সূত্র: https://www.techlusive.in/news/thousands-of-chatgpt-conversations-leaked-on-google-search-how-to-check-if-you-were-affected-1581359/

রাকিব

×