
ছবি: সংগৃহীত
অ্যান্ড্রয়েডে ক্রোম ব্যবহারকারীদের জন্য গুগল এনেছে পাসওয়ার্ড নিরাপত্তার একটি নতুন আপডেট। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা যতটা দরকারি, ততটা নিরাপদ নয়। দিন দিন মোবাইল হ্যাকিংয়ের ঝুঁকি বাড়তে থাকায় শুধু এই আপডেটের ওপর ভরসা না করে আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থার দিকে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
শেষমেশ যুক্ত হলো বায়োমেট্রিক নিরাপত্তা
Android Authority-এর বরাতে জানা গেছে, ক্রোমের নতুন এই আপডেটে অবশেষে অটো-ফিল পাসওয়ার্ডের আগে বায়োমেট্রিক যাচাইকরণ যুক্ত হয়েছে। এর ফলে এখন থেকে কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড অটো-ফিল হওয়ার আগে ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি প্রয়োজন হবে। এতদিন এই সুবিধা শুধু অ্যাপ্লিকেশনেই সীমাবদ্ধ ছিল।
তবে সমস্যা এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা মনে করেন, পাসওয়ার্ড ম্যানেজার কখনোই ব্রাউজারে বিল্ট-ইন হওয়া উচিত নয়—যেমনটা গুগল ক্রোম বা মাইক্রোসফট এজে হয়। TechRadar বলছে, ‘গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারে পুনর্বিবেচনা করা উচিত।’ কারণ এটি নিরাপত্তার চেয়ে ব্যবহার সহজ করাকে বেশি গুরুত্ব দেয়, ফলে অটো-ফিল হ্যাকিংয়ের ঝুঁকি থেকেই যায়।
Freedom of the Press Foundation, Android Police ও PCMag-সহ অনেক সংস্থা পরামর্শ দিয়েছে, স্বতন্ত্র এবং ব্রাউজার থেকে আলাদা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা উচিত। এমনকি গুগল নিজেও এখন ‘Delete all data’ অপশন যুক্ত করেছে, যাতে আপনি তাদের ম্যানেজার থেকে সহজে সরে যেতে পারেন।
TechRepublic জানাচ্ছে, ‘বর্তমান অনলাইন নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল। শুধুমাত্র একটি ডেডিকেটেড পাসওয়ার্ড ম্যানেজারই জিরো-নলেজ এনক্রিপশন, ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট, ট্রাভেল মোড এবং নিরাপদ পাসওয়ার্ড শেয়ারিংয়ের মতো সুবিধা দিতে পারে।’
পাসওয়ার্ড নিরাপদ রাখতে এখন কী করবেন?
নতুন আপডেটটি আপনার ফোনে এলে অবশ্যই বায়োমেট্রিক যাচাইকরণ সক্রিয় করুন। তবে আরও ভালো নিরাপত্তা চাইলে, এখনই সময় পেশাদার কোনো পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাওয়ার—যেটি ব্রাউজার থেকে বিচ্ছিন্নভাবে কাজ করে এবং অধিকতর সুরক্ষা দেয়।
সতর্ক থাকুন, পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন—একটি ছোট অসতর্কতা আপনাকে বড় সাইবার বিপদের মুখে ফেলতে পারে।
সূত্র: ফোর্বস।
রাকিব