ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

জনকণ্ঠ পত্রিকা নিয়ে অপপ্রচার, আজ বিকালে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০২:৪২, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ০২:৪৭, ৪ আগস্ট ২০২৫

জনকণ্ঠ পত্রিকা নিয়ে অপপ্রচার, আজ বিকালে সংবাদ সম্মেলন

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে দৈনিক জনকণ্ঠ। আজ সোমবার বিকাল ৪ টায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত দৈনিক জনকণ্ঠ ভবনে সংবাদ সম্মেলন করবে জনকণ্ঠ পত্রিকার কর্মরত সাংবাদিকগন।

সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক জনকণ্ঠের ডেপুটি চীফ রিপোর্টার ইসরাফিল ফরাজী ।

তিনি জানান, সম্প্রতি জুলাই বিরুদ্ধে অবস্থান নেওয়া শামীমা এ খান বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্যাপশনসহ মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে দুটি অডিও বার্তা প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে। তার এই মিথ্যা অডিও ক্লিপকে পুঁজি করে কিছু ব্যাক্তি এবং নিষিদ্ধ সংগঠন জুলাইয়ের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাই আমরা মনে করছি সত্যটি সকলের জানা দরকার। তাই আমরা জনকণ্ঠের সকল সহকর্মীদের মতামতের ভিত্তিতে আজ বিকালে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

তিনি বলেন, আমরা আশা করছি সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তথ্য সকলে জানতে পারবেন।

×