ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউবসহ সব সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০১:২৫, ৫ আগস্ট ২০২৫; আপডেট: ০১:২৫, ৫ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউবসহ সব সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা বদলে দিতে পারে কিশোর-কিশোরীদের অনলাইন জগৎ। দেশটি ঘোষণা দিয়েছে, ১৬ বছরের কম বয়সীরা ডিসেম্বরে থেকে ইউটিউবসহ TikTok, Instagram, Facebook, X (সাবেক টুইটার) ও Snapchat-এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে পারবে না, কনটেন্ট আপলোড বা লাইক-কমেন্টেও অংশ নিতে পারবে না।

তবে ইউটিউবে শুধুমাত্র ভিডিও দেখার সুযোগ থাকবে। প্ল্যাটফর্মটি দাবি করেছে, এটি সোশ্যাল মিডিয়া নয় বরং শিক্ষামূলক ও তরুণদের জন্য একটি গুরুত্ববহ প্ল্যাটফর্ম। কিন্তু অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানান, ১০–১৫ বছর বয়সীরা সবচেয়ে বেশি ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয় ইউটিউবে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, “সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের উপর সামাজিক ক্ষতি করছে। আমরা অভিভাবকদের আশ্বস্ত করতে চাই সরকার তাদের পাশে আছে।”
ফেডারেল যোগাযোগমন্ত্রী অনিকা ওয়েলস এই নিষেধাজ্ঞাকে বলেছেন “ক্ষতিকর অ্যালগরিদমের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ”।

এই আইন লঙ্ঘন করলে টেক কোম্পানিগুলোকে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। বিদ্যমান অ্যাকাউন্ট নিষ্ক্রিয় এবং নতুন অ্যাকাউন্ট তৈরিতেও নিষেধাজ্ঞা থাকবে। তবে শিক্ষা, স্বাস্থ্য, অনলাইন গেমিং বা মেসেজিং অ্যাপগুলো এই বিধিনিষেধের বাইরে থাকবে।

বিশ্লেষকেরা বলছেন, এই আইন শুধু অস্ট্রেলিয়ার জন্য নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি নিয়ন্ত্রণে নতুন নজির হতে চলেছে। ইতিমধ্যেই নরওয়ে একই পথে হাঁটছে, আর যুক্তরাজ্যও বিষয়টি বিবেচনায় রেখেছে।
গুগল অবশ্য জানিয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, তবে প্রয়োজনে আইনি লড়াইয়েও যেতে পারে।

বিশ্বজুড়ে নজর কাড়া এই সিদ্ধান্তের প্রভাব আগামী দিনে অনলাইন জগত ও শিশু সুরক্ষার ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

Jahan

×