বর্তমানে দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে চতুর্থ প্রজন্মের কয়েকটি নতুন ব্যাংক। গ্রাহকদের আকর্ষণে এগুলো বেশ উদারভাবে আমানতের বিপরীতে সুদের হার নির্ধারণ করছে।
মিডল্যান্ড, মেঘনা, পদ্মা, ইউনিয়ন, মধুমতি, এসবিএসি, এনআরবি, এনআরবিসি, সিটিজেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক—এই ব্যাংকগুলো সঞ্চয় এবং মেয়াদি আমানতে ২% থেকে শুরু করে সর্বোচ্চ ১৩% পর্যন্ত সুদ দিচ্ছে। সাধারণ সঞ্চয়ে ২% থেকে ৮% এবং মেয়াদি আমানতে ৪% থেকে ১২%-এর মধ্যে সুদ পাওয়া যাচ্ছে, যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি।