ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই: আসিফ মাহমুদ

প্রকাশিত: ১৬:৩২, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৩৩, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, গোপালগঞ্জে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, "সারাদেশ থেকে বিভিন্ন সন্ত্রাসী সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং হামলা চালিয়েছে। এমন পরিস্থিতি আমরা কখনোই প্রত্যাশা করি না।"

তিনি বলেন, "বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। রাজনৈতিক কার্যক্রমও শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। তবে যা ঘটেছে, তা সন্ত্রাস ছাড়া আর কিছুই না।" তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে বলেন, তারা সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

 

 

আসিফ মাহমুদ সজীব বলেন, নৌকা প্রতীক ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে আমাদের এটা বলা লাগে যে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না—এ নিয়ে কথা বলতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।"

তিনি আরও বলেন, "আমি সরকারের অংশ হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে বলছি—জুলাইয়ে যারা জীবন দিয়েছে, তাদের দিক বিবেচনায় নির্বাচন কমিশনের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা। একটি মার্কা, যে মার্কা ব্যবহার করে কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই মার্কাকে আবার স্বীকৃতি দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।"

 

 

তিনি সবিনয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানান, যেন তারা দেশের মানুষের ভাবনা ও আত্মত্যাগের প্রতি সম্মান রেখে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে।

ছামিয়া

×