ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

স্পার্কস x বিএফজি কমিউনিটি হ্যাকাথন ফাইনালে ৫টি উদ্ভাবনী দলকে সম্মানন

মো: রেজাউল করিম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সিঙ্গাপুর

প্রকাশিত: ০৮:৪৯, ১৭ জুলাই ২০২৫

স্পার্কস x বিএফজি কমিউনিটি হ্যাকাথন ফাইনালে ৫টি উদ্ভাবনী দলকে সম্মানন

টেকসই উন্নয়ন এবং সামাজিক প্রভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত স্পার্কস x বিএফজি কমিউনিটি হ্যাকাথনের ফাইনাল পর্বে ৫টি উদ্ভাবনী দল বিজয়ী হিসেবে সম্মাননা অর্জন করেছে।

গত এক মাস ধরে হ্যাকাথনে অংশগ্রহণকারী দলগুলো পিপলস অ্যাসোসিয়েশন (PA) এবং কমিউনিটি ইনোভেশন টাস্কফোর্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তারা সিনিয়র কেয়ার, পরিবেশবান্ধব উদ্যোগসহ বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জের প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ করেছে। বাসিন্দাদের সরাসরি সম্পৃক্ত করে প্রকল্পগুলো বাস্তবায়ন ও পরীক্ষার মাধ্যমে এই দলগুলো ‘উদ্দেশ্যমূলক উদ্ভাবন’-এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

পিপলস অ্যাসোসিয়েশনের (PA) পক্ষ থেকে জানানো হয়, বছরের শুরুতে চালু হওয়া স্পার্কস কমিউনিটি ইনোভেশন উদ্যোগের মূল চেতনায় ছিল এমন জনগণনির্ভর উদ্ভাবনকে এগিয়ে নেওয়া। ফাইনালে অংশ নেওয়া প্রতিটি দলই তাদের উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে একটি শক্তিশালী, সচেতন এবং সহনশীল সম্প্রদায় গঠনে ভূমিকা রেখেছে।

হ্যাকাথনের আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে, যাতে স্থানীয় বাসিন্দারা প্রযুক্তিনির্ভর সামাজিক পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন।

এক আয়োজক প্রতিনিধি বলেন, “আমরা চাই এই উদ্ভাবনের স্ফুলিঙ্গ জ্বলতে থাকুক, এবং নাগরিকরা যেন তাদের স্থানীয় কমিউনিটিকে আরও সুন্দর, সহানুভূতিশীল ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করেন।”

এই হ্যাকাথন প্রমাণ করেছে—প্রযুক্তি ও কমিউনিটির সম্মিলিত প্রয়াসেই গড়ে উঠতে পারে একটি কার্যকর, টেকসই এবং মানবিক সমাজ।

শেখ ফরিদ 

×