
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামীকাল সকল জেলায় প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হবে। যার অগ্রভাগে থাকবেন জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া, রবীন্দ্র সরোবর মুক্ত মঞ্চে এবং হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিকাল ৫.৩০টা থেকে ট্র্যাশন শো আয়োজিত হবে।
গণ-অভ্যুত্থান স্মরণে এদিন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ নিজ উদ্যোগে ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠান আয়োজন করবে। এ অনুষ্ঠানে ‘টিচার্স ইন জুলাই’ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন জুলাই’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। হাতিরঝিলে জুলাইয়ের গানসহ ‘প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন জুলাই’, ‘আবরার ফাহাদ’ চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হবে। রাতে ড্রোনের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার গল্প তুলে ধরা হবে।
এদিকে ১৮ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘আওয়াজ উড়া’। এ ভিডিওটিকে ১৮ জুলাই রিমেম্বারেন্স নামে শেয়ার করা হবে।
ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৪ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।