
ছবি: জনকণ্ঠ
কুমিল্লার দাউদকান্দিতে পৌর ও উপজেলা জামায়াতের উদ্যোগে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশকে সফল করার লক্ষে এক গণসংযোগ কর্মসূচী অনুষ্ঠিত হয়৷
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে সোহরাওয়াদী উদ্যানে শনিবারের জাতীয় সমাবেশ সফল করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ৭দফা আদায়ের লক্ষে দাউদকান্দি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগ করেন৷ এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের সদস্যরা লিফলেট বিতরন করেন৷
এদিকে জাতীয় সমাবেশ সফল করা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর আমির মাওলানা আবুল কাশেম প্রধানীয়া, এসি: সেক্রেটারি আবু বকর সিদ্দিক, পৌর যুব বিভাগের সভাপতি রেজাউল হক, পৌর যুব সেক্রেটারি তৌফিক রুবেল, ৫নং ওয়ার্ড সভাপতি কাজী জাফর, ৯নং ওয়ার্ড সভাপতি বিল্লাল মিয়াজী, জুয়েল মিয়া, নাসির উদ্দিন, শুক্কর আলী,ফজলে রাব্বি, আব্দুস সাত্তার, শাহাদাৎ মোল্লা প্রমুখ৷
শহীদ