
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে সদ্য সংঘটিত রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে শহীদদের রক্তের শপথ নিয়ে ফের গোপালগঞ্জে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ। এক বক্তব্যে তারা বলেন,
“আমরা কমিট করেছিলাম গোপালগঞ্জে যাবো, আমরা গেছি। শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি—মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেবো না।”
বক্তব্যে জানানো হয়, আন্দোলন এখানেই থেমে থাকবে না।
“আমরা আবারো গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করবো। ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, হবে বাংলাদেশপন্থীদের।”
নেতারা গোপালগঞ্জকে শহীদদের রক্তে ভেজা ভূমি হিসেবে অভিহিত করে বলেন:
“শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করবো। মকসুদপুর ও কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে—এই মাটি মুজিববাদীদের হতে দেবো না। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও মুজিববাদীর হবে না, ইনশাআল্লাহ।”
গতকালের হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন,
*“যারা গতকালের হামলার প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমেছেন—তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”*
বক্তব্যের শেষে নেতারা ফরিদপুরে অনুষ্ঠিতব্য পরবর্তী পদযাত্রায় অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান, “ফরিদপুরে পদযাত্রায় দেখা হবে।”
ছামিয়া