ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জেনে নিন আজকের রাশিফলে কী আছে আপনার ভাগ্যে 

প্রকাশিত: ১৩:১৮, ১৭ জুলাই ২০২৫

জেনে নিন আজকের রাশিফলে কী আছে আপনার ভাগ্যে 

রাশিফল

 রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে আজ। চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।

মেষ 
আজ আপনার দিন শুরু হতে পারে হালকা চাপ ও অস্থিরতা দিয়ে। পারিবারিক দিকেও কিছু মতবিরোধ হতে পারে। তবে ধৈর্য রাখলে পরিস্থিতি নিজের অনুকূলে নিতে পারবেন। 

বৃষ 
দিনটি নতুন কিছু শুরু করার পক্ষে ভালো। ব্যবসায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। আর্থিক স্থিতিশীলতা বাড়বে। বাড়িতে কারও স্বাস্থ্যজনিত কারণে দুশ্চিন্তা হতে পারে, তবে দীর্ঘস্থায়ী হবে না। 

মিথুন 
চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ খরচ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ সহকর্মীর ভুলে আপনাকে ভুগতে হতে পারে। 

কর্কট
আজ আপনি নিজেকে অনেকটা হালকা ও উদ্যমী অনুভব করবেন। পুরনো কোনো জটিলতা কেটে যাবে। প্রেমের সম্পর্কে ভরসা বাড়বে।

সিংহ 
নিজের কাজের ওপর আস্থা রাখুন। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও তা অতিক্রম করতে পারবেন। 

কন্যা 
আপনার পরিকল্পনা আজ বাস্তব রূপ নিতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয়ের পথ খুলে যাবে। ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়বে।

তুলা 
পারিবারিক পরিবেশে শান্তি থাকবে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজের সমস্যা সমাধান করতে পারবেন। দাম্পত্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে। 

বৃশ্চিক 
দিনটি নিজের মত করে কাটানোর চেষ্টা করুন। সৃজনশীল কাজে মন বসবে। অর্থ বিনিয়োগে সাবধানতা জরুরি। 

ধনু 
দীর্ঘদিন ধরে চলা কোনো কাজ আজ সফল হতে পারে। চাকরি বা ব্যবসায় ইতিবাচক সাড়া মিলবে। সামাজিক যোগাযোগ বাড়বে। 

মকর 
প্রতিযোগিতামূলক কাজের জন্য দিনটি ভালো। নিজের সিদ্ধান্তে আস্থা রাখুন। ঊর্ধ্বতনদের মন জয় করার সুযোগ পাবেন। দাম্পত্য সম্পর্ক মধুর হবে।

কুম্ভ 
বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। পুরনো কোনো ভুল শুধরে নিন। অর্থে লাভের ইঙ্গিত রয়েছে, তবে খরচ সামলে চলা উচিত। প্রেমে নতুন বাঁক আসতে পারে। 

মীন
নতুন সুযোগ আসতে পারে, কাজে লাগাতে পারলে উপকার পাবেন। কারও কাছ থেকে প্রস্তাব পেতে পারেন—চিন্তা করে সিদ্ধান্ত নিন। পরিশ্রমের ফল মিলবে। 

তাসমিম

×