শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে ক্যাম্পাসে বিজয় মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতিপত্র দেওয়া হয়নি। এদিকে, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে কুয়েট শিক্ষক সমিতি।
তবে কুয়েটের উপ-উপাচার্য দাবি করেছেন, তিনি পদত্যাগ করেননি, বা তাকে পদত্যাগ করতেও বলা হয়নি। অপরদিকে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতি প্রদানের সংবাদ প্রচার হওয়ার পর থেকে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে।