ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার

মোঃ আমির হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, শরীয়তপুর

প্রকাশিত: ০৯:৪৯, ১ জুলাই ২০২৫

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিসিএস প্রশাসন ক্যাডার

ছবি: সংগৃহীত

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। ঢাবি শিক্ষার্থী উল্লাস পাল এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উল্লাস পাল ৪৪ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি ৪৩ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিসিএস ক্যাডার হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামের উল্লাস পাল। জন্ম থেকেই দুই হাত-পা ছোট ও বাঁকা। পায়ের গঠন অস্বাভাবিক হওয়ায় ছোটবেলা থেকে অন্য দশজন শিশুর মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না তিনি। সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করান তার বাবা-মা। তাতেও তেমন কোনো উন্নতি হয়নি উল্লাস পালের।

স্থানীয় কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। সেখান থেকে পঞ্চম শ্রেণি পাস করে কার্তিকপুর উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে ঢাকা নর্দান কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ৫ পান। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৪৬৩তম হয়েছিলেন তিনি।

রাকিব

×