
ছবি: সংগৃহীত
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৩০ জুন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন ।
হারুন অর রশিদ জোমাদ্দারকে আহ্বায়ক, ও কামরুজ্জামান মিজান কে সদস্য সচিব করে ১৫ বিশিষ্ট সদস্য করে এই কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- সেলিনা হোসেন বাবলী , আলহাজ হারুন অর রশিদ সিকদার, জিয়াউল আহসান জুয়েল সিকদার, মিজানুর রহমান চুন্নু ,নাসির উদ্দিন হাওলাদার, জাহাঙ্গীর আলম দুলাল, সোলায়মান সেরনিয়াবাত, মকবুল হোসেন খান, খলিলুর রহমান সিকদার , রুহুল আমিন জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আব্দুস শুক্কুর বাচ্চু নেগাবান,অহিদুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন পিকু এবং অ্যাডভোকেট জিন্নাহ রথী।
জানা গেছে, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পরে আগামী এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Mily