ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৫:০৫, ১ জুলাই ২০২৫

‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ প্রদানের উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন শেষে তিন শিক্ষার্থীর হাতে এ বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, এ বৃত্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি বছর ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪০ জন শিক্ষার্থী এ সুবিধা পাচ্ছেন। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী শহীদ হন।

এ বছর যেসব শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন—সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হাবীবা আক্তার, তেজগাঁও সরকারি কলেজের এস. এম. আবু তালেব এবং ঢাকা কমার্স কলেজের খন্দকার মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “এক বছর আগে দেশের তরুণেরা যে সাহসিকতা দেখিয়েছে, তা ইতিহাসের একটি গৌরবজনক অধ্যায়। সেই অভ্যুত্থান আমাদের অধিকারবঞ্চিত অবস্থান থেকে নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে দিয়েছে।”

শিহাব

×