ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ব্যাংকে টাকা আছে, গ্রাহকও আছেন, তবু লেনদেন নেই! কেন?

প্রকাশিত: ১৯:২৬, ১ জুলাই ২০২৫

ব্যাংকে টাকা আছে, গ্রাহকও আছেন, তবু লেনদেন নেই! কেন?

সংগৃহীত

আজ (মঙ্গলবার, ১ জুলাই) দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। কারণ, ১ জুলাই পালন করা হয় অর্ধবার্ষিক হিসাব সমাপনী দিন, যার মাধ্যমে ব্যাংকগুলো নিজেদের ছয় মাসের আর্থিক হিসাব–নিকাশ সারিয়ে নেয় এবং প্রতিবেদন তৈরি করে 

 কি কি সেবা বন্ধ থাকবে – ও কি থাকবে?
বন্ধ থাকবে:

  • নগদ জমা বা উত্তোলন
  • চেক নিষ্পত্তি
  • ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার
  • এটিএম লেনদেন (সীমাবদ্ধ)
  • মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন 

চলমান থাকবে: কেন্দ্রীয় ব্যাংকসহ কিছু গুরুত্বপূর্ণ শাখার অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে  

এ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)–এর সব লেনদেন বন্ধ থাকবে, কারণ শেয়ার বাজারে লেনদেনের প্রক্রিয়ার বড় অংশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় 

প্রতিবছর ১ জুলাই এরকম অর্ধবার্ষিক হিসাব–সমাপনী উপলক্ষ্যে ব্যাংক হলিডে পালন করা হয়। এছাড়া, ৩১ ডিসেম্বর–ও বার্ষিক হিসাব–শেষের জন্য একই ধরনের বন্ধ ঘোষণা করা হয় 


গ্রাহকদের জন্য করণীয়

  • আগেভাগে পরিকল্পনা করুন: আজ গ্রাহকরা নগদ জমা বা উত্তোলন, চেক বা ট্রান্সফারের ব্যাপারে অল্প বা দেরিতে সেবা পেতে পারেন।
  • বিল ও চেক বাবদ লেনদেন আজ এড়িয়ে চলুন, নয়তো বিলের সময় এসেছে বুঝেই দিতে হবে অন্য দিন।
  • এটিএম কার্ড ব্যবহার করলেও সীমিত পরিষেবা থাকবে দায়িত্ব জ্ঞানে ব্যবহারে সচেতন থাকুন।

১ জুলাই ব্যাংক হলিডের মাধ্যমে ব্যাংক পরিষেবা ও স্টক মার্কেট বন্ধ থাকবে ব্যাংকগুলোর অর্ধবার্ষিক হিসাব–নিকাশ সম্পন্ন করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। ব্যবহারকারীদের আজ যেকোনো আর্থিক কাজ আজ না করেই অন্য দিন পরিকল্পিতভাবে অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: পরবর্তী কার্যদিবস হচ্ছে ২ জুলাই; তখন সকাল থেকে পুনরায় সব ব্যাংক ও শেয়ারবাজার পরিষেবা সচল থাকবে।

হ্যাপী

×