ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

দক্ষতা বিকাশে আন্তর্জাতিক সংযোগ

কোরিয়ার সঙ্গে এডাস্ট এসডিআই-এর যুগান্তকারী সমঝোতা

খাইরুল ইসলাম মুন্না, কন্ট্রিবিউটিং রিপোর্টার, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১০:০৪, ১ জুলাই ২০২৫

কোরিয়ার সঙ্গে এডাস্ট এসডিআই-এর যুগান্তকারী সমঝোতা

ছবি: দৈনিক জনকণ্ঠ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এডাস্ট এসডিআই) এবং দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার, ৩০ শে জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

সমঝোতা স্মারকে এডাস্ট এসডিআই-এর পক্ষে স্বাক্ষর করেন পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন এবং সোল গেটওয়ে কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জে কিউন মুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু, বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার, তানভীর ইসলাম পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রধান একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ জনাব সামসুল আরেফিন সোহেল, ব্যারিস্টার জাকির হাসান (ম্যানেজার, বিজনেস অপারেশন), তানঝিম আরা ইঝুম (প্রোগ্রাম কো-অর্ডিনেটর), সোল গেটওয়ে কর্পোরেশনের বাংলাদেশ ও কোরিয়া শাখার প্রতিনিধিগণ, এবং বিভিন্ন অনুষদের চেয়ারম্যানসহ শিক্ষক, কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে এডাস্ট এসডিআই এমন একটি শিল্প-প্রস্তুত, ব্যবহারিক ও আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালু করবে যা দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে করে কোরিয়ান ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণ সহজতর হবে এবং তাদের জন্য উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

চুক্তির আওতায় থাকবে দ্বিপাক্ষিক একাডেমিক সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প, একাডেমিক সফর এবং প্রযুক্তিভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। এর ফলে শুধু কর্মসংস্থান নয়, বরং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক গড়ে উঠবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই চুক্তি আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ পেশাজীবী গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের যুব সমাজকে বিশ্বমানের প্রশিক্ষণ ও কর্ম-সুযোগের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলবে।

নোভা

×