
ছবি: দৈনিক জনকণ্ঠ
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে রংপুর বিভাগে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সদর উপজেলার বলাকা উদ্যানে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দিয়ে এ সংবর্ধনা প্রদান করেন।
এসময় জেলা প্রশাসক সেখানে একটি ফলদ গাছের চারা রোপণের মধ্য দিয়ে জেলায় বিভিন্ন প্রজাতির ১০লাখ বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
নোভা