
ছবি: সংগৃহীত
২০২৫ সালের কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ই শীর্ষ ৩৫০-এর মধ্যে স্থান করে নিতে পারেনি, যা দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য একটি হতাশাজনক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তবে ফেডারেল পর্যায়ের দুইটি বিশ্ববিদ্যালয়—কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় (৩৫৪) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা নাস্ট (৩৭১)—শীর্ষ ৩৭১টি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে। পাকিস্তানের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় করাচি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে শীর্ষ ১,০০১-এর তালিকায়, তবে সিন্ধু প্রদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় শীর্ষ ১,৫০০-তে প্রবেশ করতে পারেনি।
র্যাংকিংয়ে আরও যে কটি পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে সেগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (৫৪২), লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস বা লামস (৫৫৫), ফয়সালাবাদ কৃষি বিশ্ববিদ্যালয় (৬৫৪), কমস্যাটস ইসলামাবাদ (৬৬৪), পিআইইএএস (৭২১), ইউইটি লাহোর (৮০১), পেশোয়ার বিশ্ববিদ্যালয় (৯০১), আগা খান বিশ্ববিদ্যালয় ও করাচি বিশ্ববিদ্যালয় (১,০০১), এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, বাহাওয়ালপুর (১,৪০১)।
দক্ষিণ এশীয় র্যাংকিংয়ে করাচি বিশ্ববিদ্যালয় ৫৮তম, আগা খান ৬২তম, আইবিএ করাচি ৭০তম, ইকরাহ বিশ্ববিদ্যালয় ১১০তম, সুখ্কুর আইবিএ ১২০তম এবং ডাউ, এনইডি, মেহরান ও জিয়াউদ্দিনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন অবস্থানে রয়েছে। অপরদিকে, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT), যার পরেই রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, হার্ভার্ড ও কেমব্রিজসহ অন্যান্য খ্যাতনামা প্রতিষ্ঠান।
শিহাব