ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমি ফল উৎসব

মেহেদী হাসান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ

প্রকাশিত: ০৯:৩৪, ১ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে মৌসুমি ফল উৎসব

ছবি: দৈনিক জনকণ্ঠ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে টক-মিষ্টি ফলের স্বাদ ভাগাভাগি করতে আয়োজিত হলো ‘মৌসুমি ফল উৎসব’।

সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কলেজের পুরাতন ভবনে এই উৎসবের আয়োজন করে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)। সোকসাস কার্যালয়ে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লটকন, পেঁপে, ড্রাগন ফলসহ নানা স্বাদের ও বাহারি রঙের ফলের সমারোহে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, এবং সোকসাসের উপদেষ্টা ফেরদৌস সাগর।

উৎসবে অংশ নেন কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সোকসাসের সদস্যরা। একত্রে বসে মৌসুমি ফলের স্বাদ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে উৎসবে মিলনের আবহ সৃষ্টি হয়।

এ সময় অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “নিঃসন্দেহে সোকসাস একটি ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল সংগঠন, যা সবসময় নতুন ধারায় পথচলা অব্যাহত রেখেছে।”

সোকসাসের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, “ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চার পাশাপাশি আনন্দঘন পরিবেশ সৃষ্টি ও দেশি সংস্কৃতির বিকাশ ঘটাতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছিলাম বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে এক টেবিলে বসিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির একটি মুহূর্ত তৈরি করতে। আলহামদুলিল্লাহ, আজকের উপস্থিতি আমাদের সেই চেষ্টাকে সফল করেছে।”

তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কলেজের বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, আর্ট ক্লাব, সাংস্কৃতিক সংসদ এবং সোহরাওয়ার্দী কলেজ পরিবারের নেতৃবৃন্দও এ উৎসবে অংশগ্রহণ করেছেন।

সভাপতির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

নোভা

×