ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চড়ের বদলা নিতে জাসদ কর্মীকে পিটিয়ে হত্যা: ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ আটক ৩

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ১৪:০৩, ১ জুলাই ২০২৫; আপডেট: ১৪:০৪, ১ জুলাই ২০২৫

চড়ের বদলা নিতে জাসদ কর্মীকে পিটিয়ে হত্যা: ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ আটক ৩

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে জমির উদ্দিন (৪৫) নামে এক জাসদ কর্মীকে। এ ঘটনায় ছাত্রদল নেতা অনিক খানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মিরপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) এবং নিমাই চাঁদের ছেলে নাঈম খান (২৩)। আটকদের মধ্যে অনিক খান আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহ মাঠের সামনে পূর্ব শত্রুতার জেরে অনিক ও তার সহযোগীরা জাসদ কর্মী জমির উদ্দিনের ওপর হামলা চালায়। এসময় তাকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুন সাংবাদিকদের বলেন, “প্রায় দেড় বছর আগে স্থানীয় একটি চায়ের দোকানে অনিক খানকে চড় মেরেছিলেন আমার স্বামী। সেই ঘটনাকেই কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মিমিয়া

×