ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাটুরিয়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ 

প্রকাশিত: ১৮:১৪, ১ জুলাই ২০২৫

সাটুরিয়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (২১) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ জুলাই) সকালের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত রাজিয়া বেগম তিল্লিরচর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তাঁর স্বামীর নাম সুমন মিয়া (২২) তারা একই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল  ৮টার দিকে রাজিয়া তাঁর শাশুড়ি সালমা আক্তারকে জিজ্ঞেস করেন, “আম্মা, নাস্তার জন্য কী রান্না করবো?” উত্তরে শাশুড়ি বলেন, “ঘরে যা আছে, তাই রান্না করো।”

এরপর কিছুক্ষণ পর শাশুড়ি সালমা আক্তার রাজিয়ার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দেন। তখন তিনি দেখতে পান, রাজিয়া ঘরের কাঠের রোয়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে রাজিয়াকে নিচে নামান। ততক্ষণে তিনি মারা গেছেন।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গৃহবধূ রাজিয়া বেগমের সঙ্গে স্বামী সুমন মিয়ার সংসার জীবনে প্রায়ই ঝগড়া হতো। ছোটখাটো বিষয় নিয়েই দ্বন্দ্ব চলত তাঁদের মধ্যে। এ অবস্থায় অভিমানে রাজিয়া আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হ্যাপী

×