ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মাদক প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধি ও পুলিশের অঙ্গীকার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও 

প্রকাশিত: ১৭:৫৬, ১ জুলাই ২০২৫

মাদক প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধি ও পুলিশের অঙ্গীকার

দৈনিক জনকণ্ঠ

ঠাকুরগাঁও জেলাকে  মাদক মুক্ত ঘোষণার লক্ষ্য নিয়ে  মাদক বিরোধী বিশাল এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বলাকা উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে অংশ গ্রহণকারী উপজেলার সকল থানার ওসি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ নিজ নিজ এলাকাকে মাদক মুক্ত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে রংপুর বিভাগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা শ্রেষ্ঠ জেলা প্রশাসক  নির্বাচিত হওয়ায় তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রধান অতিথি  ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।   

এসময় জেলা প্রশাসক "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয় উল্লেখ করে প্রতিটি ওয়ার্ডে "মাদক নির্মূল কমিটি" গঠনের নির্দেশনা দেন ।  

হ্যাপী

×