
ছবি: জনকণ্ঠ
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী ফরহাদ হোসেন।
ফরহাদ মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এক সংবাদ সম্মেলনে জানান, ৪৪তম বিসিএস দ্রুততম সময়ে শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ভাইভা পরীক্ষা ১৭ জুনের মধ্যে সম্পন্ন করা হয় এবং প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ জুনের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হলো।
উল্লেখ্য, ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।
ফরহাদ হোসেনের এ কৃতিত্বে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে এই সফলতা আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুমু ২