ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ইরানে হামলা চালানো পাইলটরা হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন

প্রকাশিত: ১৫:১১, ১ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১৪, ১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ইরানে হামলা চালানো পাইলটরা হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ অভিযানে অংশ নেওয়া মার্কিন পাইলটরা ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন বলে সোমবার (৩০ জুন) জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লিভিট।

এ অনুষ্ঠানে B-2 স্পিরিট বোমার জেটের ফ্লাইওভারও দেখানো হবে, যা চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় ইরানের ফোর্দো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলায় ব্যবহৃত হয়েছিল।

মিসৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে আরও কর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আশা করা হচ্ছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেবেন।

ক্যারোলাইন লিভিট এক বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রপতি ট্রাম্প জাতির পিতাদের স্মরণে রাজধানীতে স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণ করবেন। উদযাপনে যুক্তরাষ্ট্রের আধুনিক বিমানবাহিনীর F-22, B-2, এবং F-35 জেটের ফ্লাইওভার হবে — যেগুলোই ইরানের পারমাণবিক স্থাপনায় সফল হামলার জন্য ব্যবহার করা হয়েছিল।’

গত সপ্তাহান্তে ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে ট্রাম্প প্রথম ঘোষণা দিয়েছিলেন, এই পাইলটদের এক সময়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে।

হামলার বিস্তারিত ও পরবর্তী পরিকল্পনা

পেন্টাগন জানিয়েছে, ফোর্দো ও নাতাঞ্জে হামলায় সাতটি B-2 বোমার জেট অংশ নিয়েছিল। এই বিমানগুলো মিসৌরি থেকে ইরান পর্যন্ত ৩৬ ঘণ্টার বিমানচালনা সম্পন্ন করেছে, এবং বারবার জ্বালানি সরবরাহ ও সহযোগিতা প্রয়োজন হয়েছে। B-2 বিমানগুলো ১৪টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলে, আর সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায়।

অন্য একটি B-2 বিমানের দল প্রশান্ত মহাসাগরে বিমানচালনা করে বিভ্রান্তিকর কৌশল অবলম্বন করেছিল।

হামলার ফলাফল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ট্রাম্প এই অভিযানকে সম্পূর্ণ সফল আখ্যা দিয়েছেন এবং বলছেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রথমিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এক বছরেরও কম সময়ের জন্য পিছিয়ে যেতে পারে, যদিও কিছু শীর্ষ কর্মকর্তা নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছেন, এটি অনেক বছর পিছিয়ে গিয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেছেন, ‘ইরানের পারমাণবিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা মোটেই সম্পূর্ণ নয়।’

 

সূত্র: সিবিএস নিউজ।

রাকিব

×