ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আবু সাঈদের মৃত্যু স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভূমিকা পালন করে: রংপুরে নাহিদ ইসলাম

হুমায়ুন কবীর মানিক, রংপুর

প্রকাশিত: ১৫:১০, ১ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১১, ১ জুলাই ২০২৫

আবু সাঈদের মৃত্যু স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভূমিকা পালন করে: রংপুরে নাহিদ ইসলাম

ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত বছরের পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল। সে আন্দোলনে আবু সাঈদসহ লক্ষ তরুণ যোগ দিয়েছিল। পরে সেই আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়। সেই সময় আবু সাঈদের মৃত্যু স্বৈরাচার পতনের ক্ষেত্রে ক্রীড়ানকের ভূমিকা পালন করে। বৈষম্যবিরোধী আন্দোলন তখন তুঙ্গে।

আমরা ১৬ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম। ঐ সময় শুনতে পাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে। তখন গোটা বাংলাদেশ শোকে, দ্রোহে, বিক্ষোভে ফেটে পড়ে। সেই সময় আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে অন্যদিকে মোড় দেয়। হাজারে-লক্ষ তরুণ শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে। যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারের পতন ঘটে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ‘জুলাই পদযাত্রা’র ঘোষণা দিয়েছি এবং আজকে থেকেই সেই পদযাত্রা শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। কিন্তু দেশ গঠনে যে উদ্যম দরকার, সেই উদ্যম নিয়ে রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। রাষ্ট্র গঠনের জন্যই মূলত আমাদের জুলাই পদযাত্রা। যার মাধ্যমে সারাদেশে, ৬৪ জেলায় আমরা যাবো, মানুষের সাথে কথা বলবো, তাদের কথা শুনবো।

আবু সাঈদরা যে কারণে জীবন দিলো, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা তুলে ধরবো। তাই আমরা পদযাত্রা শুরু করেছি রংপুরের পীরগঞ্জ শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। এরপর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শুরু হবে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার থেকে। সেই উদ্দেশ্যে রওনা হন তারা।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।

মারিয়া

×