ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়কের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:৫০, ১ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা আহ্বায়কের ওপর হামলা

ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বাযক সাব্বির হোসেন সোহাগসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিএম কলেজ ক্যাম্পাসের মসজিদ গেটের সামনে আজ মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে।

ছাত্রলীগ থেকে ছাত্রদলে অনুপ্রবেশকারী ইয়াসিন ভুঁইয়ার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল প্রধান কাজী জায়েদ। 

তিনি জানান, ইয়াসিন আগে ছাত্রলীগ করতো। গত ৫ আগস্টের পর সে ক্যাম্পাসে ছাত্রদলের প্রশয়ে নানা অপকর্ম করে আসছে। বিভিন্ন অভিযোগের কারনে সোমবার (৩০ জুন) রাতে সাধারণ ছাত্ররা ক্যাম্পাসে ইয়াসিনকে মারধর করে। 

এরপর রাতে ছাত্রদলের একটি পক্ষ সাব্বির হোসেন সোহাগকে মারধরের জন্য পরিকল্পনা করে। এ নিযে ছাত্রদলের হ্যোয়াটঅ্যাপ গ্রুপে তথ্য প্রদানের তথ্য তাদের কাছে রয়েছে। 

জায়েদ আরো জানান, কলেজের উন্নয়নে পাঁচ দফার চলমান আন্দোলন স্থগিত করা নিয়ে মঙ্গলবার কলেজ প্রশাসনের সাথে সভা হয়। সভা শেষে সোহাগ ও সংগঠনের আরেক কর্মী ফেরদৌসি টিসু ক্যাম্পস থেকে বের হচ্ছিলেন। এসময় ইয়াসিনের নেতৃত্বে ছাত্রদলের একটি পক্ষ মসজিদ গেটে তাদের ওপর হামলা করে। হামলায় ওই দুজনসহ শাহাবুদ্দিন মিয়া নামের আরেক ছাত্র আহত হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইয়াসিন ভুঁইয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 বিএম কলেজ ছাত্রদলের সিনিয়র  যুগ্ন আহ্বায়ক বাবর খালেদ জানান, সোমবার রাতে ইয়াসিনকে প্রতিপক্ষরা মারধর করেছে। এর জেরে মঙ্গলবার দুপুরে মসজিদ গেটে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তিনিসহ অন্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। 

বাবর বলেন, ইয়াসিন আগে ছাত্রলীগ করতো বলে অভিযোগ আছে। এখন কারো প্রশ্রয়ে ছাত্রদলে অনুপ্রবেশের চেষ্টা করছে। তার কোন দায় বিএম কলেজ ছাত্রদল নেবেনা।

আলীম

×