ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

এস এম মিজান, সুনামগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ১ জুলাই ২০২৫

শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

শান্তিগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন

ছাত্র-জনতা আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নুর হোসেনের আইনজীবী। শুনানি শেষে বিচারক মুহা: হেলাল উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে অনুষ্ঠিত ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দোয়ারাবাজার উপজেলার আহত আন্দোলনকারী জহুর মিয়ার ভাই হাফিজ আহমেদ বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ মোট ৯৯ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় শান্তিগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেনকে ৫০ নম্বর আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আদালতে হাজির হলে এই আদেশ দেওয়া হয়।

সায়মা ইসলাম

×