
ছবি: জনকণ্ঠ
‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি চলবে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষিত মাসব্যাপী পদযাত্রার সূচনা করলেন এনসিপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।
কবর জিয়ারতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এরপর ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র “দেশ গড়তে জুলাই পদযাত্রার” শুরু হবে গাইবান্ধায় সাদুল্লাপুর শহীদ মিনার থেকে। পরে রংপুরে পার্কের মোড় বিকেল ৩ টায় পদযাত্রা শুরু হয়ে লালবাগ - শাপলা - জাহাজ কোম্পানীর মোড় হয়ে টাউন হল মাঠে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ডিসির মোড় হয়ে ধাপ হয়ে মেডিকেল মোড় হয়ে চেকপোস্টে সমাপনী হবে।
শিহাব