
বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল
যখন প্রতিবেশী দেশগুলোর পোশাক খাতকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, তখন বাংলাদেশে একের পর এক পলিসি প্রণয়নের মাধ্যমে রপ্তানি আয়ের প্রধান এই খাতকে সংকীর্ণ করা হচ্ছে। সম্প্রতি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে পরিচিত টেক্সটাইল খাতের তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর ও স্থানীয়ভাবে বিভিন্ন আঁশের সংমিশ্রণে উৎপাদিত সুতায় কেজিপ্রতি ৫ টাকা কর আরও করা হয়েছে।
এসব পলিসির মাধ্যমে পোশাক খাতের প্রতিযোগী প্রতিবেশী দেশগুলোকে সুবিধা দেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা। শনিবার শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এতে বক্তব্য রাখেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, পরিচালক অমল পোদ্দার, হোসেন মেহমুদ, মো. খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, মো. বাদশাহ মিয়া, সালেহউজ্জামান খান ও আব্দুল্লাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সরকার টেক্সটাইল খাতে অগ্রিম আয়কর ২ শতাংশ নির্ধারণ করেছে। এটি কোনো আলোচনা ছাড়াই করা হয়েছে। তারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা করে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত কিনা সেটিও মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, উৎসে কর হিসেবে যে ১ বা ২ শতাংশ কাটা হয় সেটা আসলে ৫০ শতাংশ। পুরো বছরের হিসাবায়ন করলেই এটা দেখা যায়। আমার নিজের ফ্যাক্টরি থেকে সুতা কিনলেও ২ শতাংশ ট্যাক্স দিতে হয়। অথচ পাশের দেশ থেকে বন্ডেড সুতা আনলে ১ টাকাও দিতে হচ্ছে না। এটা আসলে কার সুবিধার জন্য ?
বিটিএমএ সভাপতি বলেন, সরকারের উদ্দেশ্যে বলেন, সব জায়গা ব্যবসা করা উচিত না। এটা সরকারের মডেলও হওয়া উচিত না। আপনি কি শিক্ষা, স্বাস্থ্যে লাভ করতে পারবেন ? বিশ্বে কেউ তা করে না। ১ বা ২ পার্সেন্ট করে হয়ত বাড়াচ্ছেন, কিন্তু কাদের ওপর চাপ বাড়াচ্ছেন ? তারা শেষ হয়ে গেলে কিভাবে করবেন ?
এর আগে লিখিত বক্তব্যে শওকত আজিজ রাসেল বলেন, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, ব্যাংক সুদের হার ১৫-১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাস এবং টাকার অবমূল্যায়নের কারণে ওয়ার্কিং ক্যাপিটালের সংকট দেখা দিয়েছে টেক্সটাইল খাতে। সম্প্রতি সরকার কর্তৃক তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ, টেক্সটাইল সেক্টরের ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়করের হার (করপোরেট ট্যাক্স) সম্পর্কিত এসআরও নং-১৫৯-আইন/আয়কর/২০২২ তারিখ ১ জুন, ২০২২ এর মেয়াদ বর্ধিত না করা এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা ও কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর উৎপাদন পর্যায়ে কেজি প্রতি সুনির্দিষ্ট কর ৫ টাকা আরোপ দেশীয় টেক্সটাইল শিল্পের চ্যালেঞ্জে নতুন মাত্রা যোগ করেছে।
রাসেল বলেন, বিটিএমএ প্রাইমারি টেক্সটাইল সেক্টরের সর্ববৃহৎ সংগঠন, এর সদস্য সংখ্যা ১৮৫৮ তন্মধ্যে স্পিনিং, উইভিং এবং ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিল অন্তর্ভুক্ত রয়েছে। এ খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২৩ বিলিয়ন ডলার যা বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে সর্বাধিক।
উল্লেখ্য যে, দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশের অধিক অর্জিত হচ্ছে টেক্সটাইল এবং অ্যাপারেল খাত হতে যার প্রায় ৭০ শতাংশের যোগানদাতা বিটিএমএর নেতৃত্বাধীন টেক্সটাইল খাত এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিটেনশন প্রায় ৩০ শতাংশ। তাই বিটিএমএ-র সদস্য মিলগুলো বর্তমানে দেশের আমদানি পরিপূরক শিল্প হিসেবে বিবেচিত।
এছাড়াও বিটিএমএ এর সদস্য মিলগুলো ডেনিম, হোম টেক্সটাইল ও টেরি টাওয়ালের শতভাগ দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে। তৈরি পোশাকসহ টেক্সটাইল এবং অ্যাপারেল খাতে বিনিয়োগের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার এবং সরকারের যথাযথ সহযোগিতা পেলে রপ্তানি আয় ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার করা সম্ভব। একই খাতভুক্ত শিল্প হওয়ায় স্বাভাবিকভাবেই টেক্সটাইল খাতের যে কোনো সমস্যা সাপ্লাই চেইনে সংযুক্ত তৈরি পোশাক খাতেও নেতিবাচক প্রভাব ফেলে।
টেক্সটাইল ও আরএমজিকে সরকার আরও বিপদগ্রস্ত করছে জানিয়ে টেক্সটাইল খাতের এ নেতা আরও বলেন, সবচেয়ে বেশি কর্মসংস্থান করছে টেক্সটাইল ও আরএমজি খাত। সরকার এ খাতকে আরও বেশি বিপদগ্রস্ত করছে। সরকার আমাদের নিয়ে বসুক, আমরা তাদের শত্রু না।
এ সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্যাস-বিদ্যুতের যে অবস্থা, আমরা মরে যাচ্ছি।