ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ডাক বিভাগের রাজস্ব আয় বাড়ছে

ডাক বিভাগের রাজস্ব আয় বাড়ছে

ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ডাক বিভাগ ইতোমধ্যে নিজস্ব সেবা থেকে ৬৭.৮৪ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এই সিস্টেম ব্যবহার করে ইস্যু হয়েছে ৪.৮২ কোটি চিঠিপত্র, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স মেইল। এছাড়া  দ্রুত, দক্ষ এবং সরাসরি সড়কনির্ভর ডাক সেবা চালু করতে সরকার ইতোমধ্যে ৬৪টি জেলায় মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি) নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে নির্মিত  ১৪টি এমপিসিতে দৈনিক  ৭০ থেকে ৮০ হাজার চিঠি, ডকুমেন্ট ও পার্সেল সফটওয়্যারের মাধ্যমে ইস্যু হচ্ছে। এই ১৪টি এমপিসিতে আধুনিক সফটওয়্যার ব্যবহার করে মেইল লিস্ট তৈরি ও ব্যাগ বন্ধনের কাজ চলছে। এ পর্যন্ত ৪.৮২ কোটি মেইল আইটেম সফটওয়্যার দিয়ে প্রক্রিয়াকরণ হয়েছে।