ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মহাজন হওয়ার কোনই ইচ্ছা আমার নাই: তাসনিম খলিল

প্রকাশিত: ০৩:৫৫, ১২ জুলাই ২০২৫

মহাজন হওয়ার কোনই ইচ্ছা আমার নাই: তাসনিম খলিল

ছবি: সংগৃহীত

নেত্র নিউজের প্রধান সম্পাদক ও সাংবাদিক তাসনিম খলিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বার্তায় অনুরোধ জানিয়েছেন, যেন তার ছবি রাজনৈতিক প্রচার বা প্রোপাগান্ডায় ব্যবহার না করা হয়।

তাসনিম খলিল লিখেছেন, আমি অনেক জনের সাংবাদিক হয়েই থাকতে চাই। মহাজন হওয়ার কোনই ইচ্ছা আমার নাই। অনুগ্রহ করে কোনও রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রচার/প্রোপাগান্ডায় আমার ছবি ব্যবহার না করার অনুরোধ করছি।

তার এই বক্তব্যকে অনেকেই সাংবাদিকতার নিরপেক্ষতা রক্ষার একটি শক্ত অবস্থান হিসেবে দেখছেন। তিনি এও ইঙ্গিত করেছেন, কোনো রাজনৈতিক পরিচয় বা পক্ষপাত ছাড়া সাংবাদিকতা চালিয়ে যেতে চান।

 

শেখ ফরিদ 

×