ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মুকসুদপুরে স্কুলের নৈশপ্রহরীর লাশ উদ্ধার

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ০০:৫৯, ১২ জুলাই ২০২৫

মুকসুদপুরে স্কুলের নৈশপ্রহরীর লাশ উদ্ধার

মুকসুদপুরের জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী (নাইট গার্ড) গৌতম গাইন (৪৫) নিখোঁজ হওয়ার দুইদিন পর মধুমতি নদী থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

জানা গেছে, গত ৯ জুলাই (বুধবার) রাতে গৌতম গাইন স্কুলে ডিউটিতে গেলে পরদিন থেকে তার কোনো খোঁজ মিলছিল না। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।

শুক্রবার (১১ জুলাই) গোপালগঞ্জ সদরের বোলতলি এলাকায় স্থানীয়রা মধুমতি নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত গৌতম গাইন জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের ভবসিন্ধু গাইনের ছেলে।

সংবাদ পেয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ নিহতের বাড়িতে যান। তিনি সাংবাদিকদের জানান, “ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।”

মিমিয়া

×