ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অ্যাসোসিয়েশন নির্বাচন

জমে উঠেছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৩১, ১০ জুলাই ২০২৫

জমে উঠেছে বাংলাদেশ প্রাইভেট  মেডিক্যাল কলেজ

.

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) নির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৭) জমে উঠেছে এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান  আফরোজা খানম রিতা অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন, আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীন

আগামী ১৬ জুলাই বুধবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বিপিএমসি নির্বাচন অনুষ্ঠিত হবে বিপিএমসি নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে ইতোমধ্যে ভোট সমর্থন প্রত্যাশা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী

তিনি বলেনবর্তমান সময়ে বেসরকারি মেডিক্যাল কলেজসমূহের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় সুদৃঢ় নেতৃত্বের প্রয়োজন, যারা সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, আর্থিক প্রশাসনিক জটিলতা নিরসন এবং আন্তর্জাতিক মান অর্জনে কাজ করতে পারবে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল সেই লক্ষ্য দায়বদ্ধতা নিয়েই ভোট প্রার্থনা করছে তিনি বলেন, প্রাইভেট মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া যুগোপযোগী করা, আসন সংখ্যা বৃদ্ধি বিদেশি শিক্ষার্থী ভর্তিতে সহায়ক নীতি গ্রহণসহ ১০টি অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করা হয়েছে তিনি বলেন, সহযোগিতা নয়-সহঅংশীদারিত্ব ভিত্তিতে মেডিক্যাল কলেজের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য

প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী   ইষ্ট-ওয়েষ্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ভর্তিতে অটোমেশন থাকার কারণে বছরও ৪৫২টি সিট খালি রয়েছে কারণে এই পদ্ধতি বাতিল করতে হবে তিনি বলেন, খাতে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ২৫ কোটি ডলার দেশে আসছে কারণে বিদেশি শিক্ষার্থী ভর্তি আকর্ষণে কাজ করবে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল

প্যানেল মজি

×