
.
বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) নির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৭) জমে উঠেছে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ও অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন, আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীন।
আগামী ১৬ জুলাই বুধবার ঢাকার সিরডাপ মিলনায়তনে বিপিএমসি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিপিএমসি নির্বাচনে ১১০ সদস্য ভোট দিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করবেন। আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে ইতোমধ্যে ভোট ও সমর্থন প্রত্যাশা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করছেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
তিনি বলেন, বর্তমান সময়ে বেসরকারি মেডিক্যাল কলেজসমূহের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় সুদৃঢ় নেতৃত্বের প্রয়োজন, যারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক জটিলতা নিরসন এবং আন্তর্জাতিক মান অর্জনে কাজ করতে পারবে। আফরোজা-মোয়াজ্জেম প্যানেল সেই লক্ষ্য ও দায়বদ্ধতা নিয়েই ভোট প্রার্থনা করছে। তিনি বলেন, প্রাইভেট মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া যুগোপযোগী করা, আসন সংখ্যা বৃদ্ধি ও বিদেশি শিক্ষার্থী ভর্তিতে সহায়ক নীতি গ্রহণসহ ১০টি অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সহযোগিতা নয়-সহঅংশীদারিত্ব ভিত্তিতে মেডিক্যাল কলেজের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।
প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ও ইষ্ট-ওয়েষ্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ভর্তিতে অটোমেশন থাকার কারণে এ বছরও ৪৫২টি সিট খালি রয়েছে। এ কারণে এই পদ্ধতি বাতিল করতে হবে। তিনি বলেন, এ খাতে বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ২৫ কোটি ডলার দেশে আসছে। এ কারণে বিদেশি শিক্ষার্থী ভর্তি আকর্ষণে কাজ করবে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল।
প্যানেল মজি