
বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (গবেষণা) হিসেবে পদোন্নতি পেলেন ড. মো. গোলজারে নবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে গবেষণা বিভাগে যোগদান করেন। আজ বৃহস্পতিবার তার পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ড. নবী অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া মালয়েশিয়ার সরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস থেকে ইসলামী ব্যাংকিং বিষয়ে গবেষণা করে পিএইচডি (ফাইন্যান্স) ডিগ্রি লাভ করেন
বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি আইএফআইসি ব্যাংকে প্রবেশনারী অফিসার ও বাংলাদেশ ব্যাংকে জেনারেল সাইডে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। গোলজারে নবী গবেষণা বিভাগ ছাড়াও মনিটারি পলিশি বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং চিফ ইকোনমিস্ট ইউনিটে কাজ করেছেন। নিয়মিত কাজের পাশাপাশি তিনি মূলধন বাজার, ইসলামী ব্যাংকিং, সুকুক, রেমিট্যান্স, ক্ষুদ্রঋণ, সঞ্চয়পত্র, কৃষিঋণ, ক্ষুদ্রঋণে মানিলন্ডারিং ঝুঁকি ও অন্যান্য বিষয়ের ওপর ১১টি সমীক্ষায় অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা জিডিপি-ফাইন্যান্স সম্পর্ক, মুদ্রানীতি, ব্যাংক পারফরমেন্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মোবাইল ব্যাংকিং, সবুজ অর্থায়ন, ক্ষুদ্রঋণ, ইসলামী ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ের ওপর দেশি–বিদেশি জার্নালে ৩৫টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিআইবিএম, ডেফোডিল, ব্রাকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আয়োজিত সেমিনারে অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন। ফরিদপুর জেলার ভাংগা উপজেলার পুখুরিয়া গ্রামে তার জন্ম।
আঁখি