
ছবি: সংগৃহীত
বিএনপি নেত্রী ও ব্যারিস্টার শাকিলা ফারজানা সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তার জীবনে ঘটে যাওয়া কঠিন সময়ের কথা তুলে ধরেছেন। তিনি অত্যন্ত বেদনা নিয়ে বলেছেন, "মৃত্যুটাই ভালো ছিল, ওরা আমার সব কিছু ভ্যানিশ করে দিয়েছে। ১০ বছর আমি এটা বয়ে বেড়াচ্ছি।"
সাক্ষাৎকারে ব্যারিস্টার শাকিলা ফারজানা জানান, তাকে ১০ মাস ৮ দিন কারাগারে থাকতে হয়েছিল। তিনি অভিযোগ করেন, তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বারবার আদালতে তাকে 'ইন্টারন্যাশনাল জঙ্গি' হিসেবে আখ্যায়িত করায় কোনো আদালতই তাকে জামিন দিচ্ছিল না। ছয় মাস পর হাইকোর্ট ডিভিশন তাকে জামিন দেয়, তবে তা "নারী" হওয়ার যুক্তিতে জাস্টিস সিনহা স্যার তাকে এই জামিন দেন।
উল্লেখ্য, বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার নাম জেলা ও নগর পুলিশের তৈরি করা পৃথক দুটি 'জঙ্গি' তালিকায় উঠে এসেছিল। জেলা পুলিশের তৈরি করা ৫৩ জনের জঙ্গি তালিকায়, যার মধ্যে হামজা ব্রিগেডের ৫ জন সদস্যও অন্তর্ভুক্ত ছিল, শাকিলা ফারজানার নাম ছিল। একইসাথে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তৈরি করা ৫৯ জনের জঙ্গি তালিকাতেও তার নাম ছিল। শাকিলা ফারজানা নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
তার এই মন্তব্য তার জীবনে বয়ে চলা এক দশকের মানসিক যন্ত্রণার ইঙ্গিত দেয় এবং রাজনৈতিক পরিস্থিতিতে একজন আইনজীবী ও নেত্রীর ব্যক্তিগত দুর্ভোগের চিত্র তুলে ধরে।
তথ্যসূত্র: https://www.facebook.com/reel/1805713929980869
সাব্বির