ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

জাতীয়
সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যকে লালকার্ড প্রদর্শন

সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যকে লালকার্ড প্রদর্শন

সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যকে লালকার্ড দেখিয়েছেন চাকুরীজীবিরা। বাংলাদেশ সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী ও সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবি বাস্তবায়নসহ বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরপর ৩ (তিন) বারের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি চাকরিতে পদবি ও বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে লালকার্ড দেখানো হয়েছে।

Sopno
Sopno
adbilive
adbilive
অবশেষে প্রকাশ্যে পরমব্রত-পিয়ার ছেলের ছবি!

অবশেষে প্রকাশ্যে পরমব্রত-পিয়ার ছেলের ছবি!

অবশেষে প্রকাশ্যে এলো টলিউড তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী-এর ছেলের ছবি। গত জুন মাসের শুরুতে তাদের কোলজুড়ে আসে এই নতুন অতিথি। যদিও ছেলের নাম এখনো জানাননি তারা, তবে পরমব্রত আদর করে তাকে 'জুনিয়র' বলে ডাকেন।এতদিন ছেলের হাত-পায়ের ছবি দেখা গেলেও, এবার পিয়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমব্রতর সঙ্গে তাদের আদরের সন্তানের ছবি প্রকাশ করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে পরমব্রত ছেলের কপালে চুমু খাচ্ছেন, আবার অন্য একটি ছবিতে তিনি ছেলেকে কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, "পেরেন্টহুড"। এই মন ছোঁয়া ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।সন্তানের আগমনের আগেই পরমব্রত জানিয়েছিলেন যে তিনি পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন এবং পিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তান পালনের দায়িত্ব ভাগ করে নেবেন। মে মাস থেকে তিনি ছুটি কাটাচ্ছেন এবং এই সুন্দর মুহূর্তে সন্তানের পাশে থাকার সবটুকু চেষ্টা করছেন।

ভারতীয় নিষিদ্ধ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বাংলাদেশীদের তথ্য

ভারতীয় নিষিদ্ধ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বাংলাদেশীদের তথ্য

নিজ দেশ ভারতে আধার কার্ড প্রকল্পে আজীবন নিষিদ্ধ, আফ্রিকার কেনিয়াতে কোম্পানির ৯ পরিচালকের বিরুদ্ধে ঝুলছে গ্রেফতারি পরোয়ানা, ঘুষ ও অনিয়মের মাধ্যমে কাজ পাওয়ার অভিযোগ আছে শ্রীলঙ্কাতেও। এমনকি অভিযোগ আছে অর্থের বিনিময়ে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির। এরপরও সেই কোম্পানিকে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের ড্রাইভিং লাইসেন্স ইস্যুর মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ফলে দেশের নাগরিকসহ গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার আশঙ্কা করছেন আইটি খাত সংশ্লিষ্টরাসহ নিরাপত্তা বিশ্লেষকরা।