ঢাকা, বাংলাদেশ   রোববার ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

অবশেষে প্রকাশ্যে পরমব্রত-পিয়ার ছেলের ছবি!

প্রকাশিত: ০১:১৭, ১০ আগস্ট ২০২৫

অবশেষে প্রকাশ্যে পরমব্রত-পিয়ার ছেলের ছবি!

অবশেষে প্রকাশ্যে এলো টলিউড তারকা দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী-এর ছেলের ছবি। গত জুন মাসের শুরুতে তাদের কোলজুড়ে আসে এই নতুন অতিথি। যদিও ছেলের নাম এখনো জানাননি তারা, তবে পরমব্রত আদর করে তাকে 'জুনিয়র' বলে ডাকেন।এতদিন ছেলের হাত-পায়ের ছবি দেখা গেলেও, এবার পিয়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমব্রতর সঙ্গে তাদের আদরের সন্তানের ছবি প্রকাশ করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে পরমব্রত ছেলের কপালে চুমু খাচ্ছেন, আবার অন্য একটি ছবিতে তিনি ছেলেকে কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, "পেরেন্টহুড"। এই মন ছোঁয়া ছবিগুলোতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।সন্তানের আগমনের আগেই পরমব্রত জানিয়েছিলেন যে তিনি পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন এবং পিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তান পালনের দায়িত্ব ভাগ করে নেবেন। মে মাস থেকে তিনি ছুটি কাটাচ্ছেন এবং এই সুন্দর মুহূর্তে সন্তানের পাশে থাকার সবটুকু চেষ্টা করছেন।

রাজু

×